
দিনাজপুরের কাহারোলে ঢাকাস’ কাহারোল কল্যাণ সমিতির বিপুল উৎসাহ উদ্দীপনা মধ্যে দিয়ে ও ব্যান্ড বাঁজিয়ে কাহারোল বাসীকে ঈদের পরের দিনে এক বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন।
বুধবার সকাল ১০ টায় কাহারোল কল্যাণ সমিতির সভাপতি মোঃ আব্দুল হক (পি,এইচ,ডি) এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়াম হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সকল রাজনীতিক ব্যক্তিত্ব এক মঞ্চে উপস্থিত থাকায় ব্যয়বহুল আলোচিত বিষয় চোখে পড়ে। উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মোঃ আব্দুল হক (পি,এইচ,ডি) এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপসি’ত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান আব্দুল গনি মাষ্টার, বাংলাদেশ কৃষি ব্যাংকের মহা-ব্যবস্থাপক মোঃ শামসুল হক, রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও থানা বিএনপি’র সভাপতি (অবঃ প্রাপ্ত) অধ্যড়্গ, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, অন্যান্যদের মধ্যে বক্তব্য উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও ৪নং তারগাও ইউপি চেয়ারম্যান আ.স.ম মনোয়ারম্নজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক ওসমান গনি, কাহারোল কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোমীন, কাহারোল অনুপম মিডিয়া সেন্টারের পরিচালক মোসত্মফা কামাল আলম, সহ-সভাপতি বদিউর জামান সহ স্থানীয় কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ও সুধীজন।