শুক্রবার ৯ জুন ২০২৩ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

কাহারোলে কাঁঠাল গাছ থেকে পড়ে এক জনের মৃত্যু।

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের কাহারোল উপজেলার ৩নং মুকুন্দপুর ইউনিয়নের উচিৎপুর গ্রামের অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক আব্দুল গনির পুত্র ৩ সমত্মানের জনক মোঃ হাবিবুর রহমান (৪৭) গাছ থেকে কাঁঠাল পারতে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু বরণ করেন।

গত সোমবার বিকাল আনুমানিক পৌনে ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, হাবিবুর কাঁঠাল গাছে উঠে কাঁঠাল পারতে গিয়ে ডাল ভেঙ্গে মাটিতে পড়ে যায়। আশংকা জনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ঐ দিন রাতেই সে মারা যায়।

কাহারোল থানার ওসি (প্রশাসন) পৃথ্বীশ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।