কাহারোল প্রতিনিধি : দিনাজপুরের কাহারোল উপজেলার মাদক বিরোধী নাগরিক সমাজের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকেলে কান্তনগর মোড়ে, কান্তনগর মেলায় ভ্যারাটি শো নগ্ন নৃত্য প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আব্দুল গণি মাস্টার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদের সদস্য বজলুর করিম বাবলু বক্তব্য রাখেন ৫নং সুন্দরপুর ইউপির আওয়ামী লীগের সভাপতি ও প্রধান শিক্ষক মজিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম, মোনায়েম হোসেন পাভেল, মাসুদ আলম মুকুল, ইউপি সদস্য মোকলেসুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন অবিলম্বে ভ্যারাটি শো নামে নগ্ন নৃত্য বন্ধ করার দাবি জানান প্রশাসনের নিকট।