দিনাজপুর প্রতিনিধি: কাহারোলে গণধর্ষনের শিকার এসএসসি পরীক্ষার্থী। গ্রেপ্তার ২, এ.এস.পি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনাটি ঘটেছে গত ১৭ নভেম্বর দিবাগত রাত আনুমানিক আড়াই টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের কান্তনগর হাই স্কুলের পাশ্বে রঞ্জিত রায়ের লিচুর বাগানে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ এব্যাপারে ২ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। গ্রেপ্তারকৃতরা হল উপজেলার আসামপাড়া গ্রামের ফাইজুদ্দিন এর পুত্র একরামুল হক(৩৫), একই গ্রামের গোরফান আলীর এর পুত্র আব্দুর রহিম(২০)। কাহারোল থানা মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন রংপুর জেলার গঙ্গাচরা উপজেলার বিমল চন্দ্র রায়ের কন্যা এসএসসি পরীক্ষার্থী (১৫) সহ প্রায় ৪০/৪৫ জন মিলে কান্তনগর রাসমেলা আসে। মেলা দেখতে গিয়ে রাত হয়ে গেলে ধর্ষিতা মন্দিরের পাশে দুলাভাই সহ বসে থাকে। এক পর্যায়ে কয়েকজন যুবক সিআইডি পুলিশের পরিচয় দিয়ে ধর্ষিতার দুলাভাইকে সুকৌশলে মন্দিরের পশ্চিম পার্শ্বে নিয়ে গেলে পিছন দিকে দুলাভাইয়ের পিছে পিছে ধর্ষিতা গেলে ধর্ষনকারীরা ধর্ষিতার মুখ চিপে কান্তনগর হাই স্কুলের পাশ্ববর্তী লিচুর বাগানে নিয়ে গিয়ে ৬/৭ জন মিলে ধর্ষন করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ উপরোক্ত ২ জনকে আটক করতে সক্ষম হয়। সকাল ১১ টার দিকে সহকারী পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল অসিত কুমার ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে ধর্ষিতা বাদী হয়ে ৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। মামলা নং-৭, ধারা-৯(৩)৯(৪)(খ)/৩০দঃবিঃতারিখ ১৮/১১/২০১৩ইং। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষা করার জন্য দিনাজপুর মেডিকেল কলেজে প্রেরন করা হয়েছে।