মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

কাহারোলে চেয়ারম্যান- ইমাম ও মাদ্রাসার প্রধানদের নিয়ে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত।

সুকুমার রায় কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ বর্তমান সরকারের সন্ত্রাস বিরোধী আন্দোলনের  ধারাবাহিকতায় কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে, সকল ইউনিয়ন চেয়ারম্যান, সকল মসজিদের ইমাম ও সকল মাদ্রাসার প্রধান গণের সমন্ময়ে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল­া এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আরোজ উল­াহ, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ মনসুর আলী সরকার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ময়নুল ইসলাম, ১নং ডাবোর ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায়, ৪নং তাড়গাও ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, উপজেলা ওলামালীগের সভাপতি মোঃ হাসেম আলী প্রমুখ। সভাটি সঞ্চালন করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু সাঈদ।