কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোলে জাতীয় কন্যা শিশু দিবস/১৪ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিপাদ্য বিষয়, শিশু পুষ্টি নিশ্চিত করি, শিশু বিবাহ বন্ধ করি এই সেস্নাগানকে সামনে রেখে কাহারোল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তর এর আয়োজনে এনজিও ব্র্যাক এর সহযোগিতায় দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা স্মৃতি সৌধ চত্ত্বর থেকে এক র্যালী বের হয়ে উপজেলা সদর প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে। র্যালীটিতে নেতৃত্ব দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল। র্যালী শেষে এক আলোচনা সভা উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ মৌসুমী আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু সাঈদ আকন্দ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল হক প্রধান, কাহারোল বালিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এদিপ খালেদা হানুম প্রমুখ। র্যালী ও আলোচনা সভায় অংশ গ্রহণ করেন স্কুল, কলেজের ছাত্র ও বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ এবং কাহারোল ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী ও কাহারোল উপজেলা পরিষদের পলস্নী সমাজ ও ইউনিয়ন সমাজের সদস্যদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয়।
মোঃ রশিদুল ইসলাম (টিপু)
উপজেলা প্রতিনিধি
কাহারোল, দিনাজপুর।
মোবাঃ ০১৭৩০৯৬২৪৩৭