
সুকুমার রায়,কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় সারা দেশের ন্যায় কাহারোলে জাতীয় কন্যা শিশু দিবস/২০১৫ উদযাপন। ‘‘কন্যা শিশুর নিরাপদ পরিবেশ সমৃদ্ধ করবে আগামীর বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যটিকে সামনে রেখে ১১ অক্টোবর/১৫ কাহারোল উপজেলা পরিষদ চত্বর থেকে এক বিশাল র্যালী বের হয়। র্যালিটি কাহারোল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা অংশগ্রহণ করেন। র্যালি শেষে উপজেলা বিআরডিবি হল রুমে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল গণি মাষ্টার এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল।