শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

কাহারোলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলায় জাতীয় প্রার্থমিক শিক্ষা সপ্তাহ/২০১৪ অনুষ্ঠিত। ০৯মার্চ রোজ রবিবার কাহারোল উপজেলা শিক্ষা অফিস আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ/২০১৪ উৎযাপন উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্নাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্মৃতিসৌধ গিয়ে শেষ হয়। র‌্যালিতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ হাজার ৫ শত ছাত্র/ছাত্রী অংশ গ্রহণ করে। র‌্যালির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপত্বিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা, মো: রফিক-উজ-জামান, সহকারী কর্মকর্তা বাবু মনোরঞ্জন রায় ও ইউ আর সি-এর পরির্দক মো: সবুর। আলোচনা সভায় শিক্ষা কর্মকর্তা উপজেলার বিভিন্ন তথ্য তুলে ধরে বলেন ২০১৩ সালে সমাপনী পরিক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ হাজার  ৩০ জন, জিপিএ পেয়েছে ১৮৩জন, বৃত্তি পেয়েছে ৫১ জন, সমাপনী পরীক্ষায় পাশের হার ৯৯.৮৭, জরিপকৃত শিশু সংখ্যা ২০ জাহার ৩ শত ৭৫ জন এবং ভর্তিকৃত শিশুর সংখ্যা ২০ হাজার ১শত ৯৬ জন ও ভর্তির হাজার ৯৯% জন।

Spread the love