সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

কাহারোলে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ ‘‘স্যানিটেশনের অভ্যাস করি, সুস্থ্য সবল বাংলাদেশ গড়ি’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার সকালে কাহারোল উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলের আয়োজনে এবং ব্র্যাক ওয়াশ কর্মসূচী কাহারোলের সহযোগিতায় উপজেলা চত্ত্বর হইতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালী কাহারোল সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল এর সভাপতিত্বে এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল গণি, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মধুসুধন দাস, দিনাজপুর জেলার ব্র্যাক ওয়াশ কর্মসূচীর আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মামুনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মাহবুবুর রহমান, উপজেলা ব্র্যাক ওয়াশ কর্মসূচীর সিনিয়র মোঃ সামিনুর রহমান প্রমুখ। ইহা ছাড়া ইউনিয়ন ও গ্রাম ওয়াশ কমিটির সভাপতি ও সম্পাদকগণও বক্তব্য রাখেন।

Spread the love