সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

কাহারোলে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

সুকুমার রায়, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে রবিবার ১৮ অক্টোবর/১৫ সকাল ১১ টায় দিনাজপুরের কাহারোলে ব্র্যাক ওয়াশ এর সহযোগিতায় ও উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলায় স্যানিটেশন মাস ২০১৫ ও বিশ্ব ধোয়া দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর হতে এক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ স্মৃতি সৌধে গিয়ে শেষ হয়। র‌্যালীটির নেতৃত্ব দেন কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ফয়সাল। র‌্যালীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। র‌্যালী শেষে স্মৃতি সৌধ চত্ত্বরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, কাহারোল উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল গনি, উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স আর,এম,ও ডাঃ নূরে ফাতেমা জান্নাতুন নূরী, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ রেজাউল করিম, জেলা ব্র্যাক ওয়াশের ম্যানেজার মোঃ এরশাদুল ইসলাম, সামসুল হক, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মঞ্জুরুল ইসলাম, ৫নং ইউপি চেয়ারম্যান মোঃ নাসিরম্নল ইসলাম, জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ মহসিন আলী প্রমুখ।