
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি সুকুমার রায়ঃ দিনাজপুরের কাহারোলে বাংলাদেশের দরিদ্র শিশুদের পোশাক বিতরণ প্রকল্প মঙ্গলবার কাহারোল উপজেলা ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে জনাব মুহাম্মদ বিন রাশেদ আল-মাকতুম, মাননীয় উপ-রাষ্ট্রপ্রধান ও প্রধান মন্ত্রী, সংযুক্ত আরব আমীরত: গভর্ণর, দুবাই, ইউ,এ ই এর অর্থায়নে, সংযুক্ত আরব আমীরাত রেড ক্রিসেন্ট এর মাধ্যমে এবং সংযুক্ত আরব আমীরাত দূতাবাস ঢাকা এর বাস্তবায়নে উপজেলার শিশুদের মাঝে প্রায় ২ হাজার পোশাক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী। এসময় উপজেলার অন্যান্য কর্মকর্তাগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।