
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আওতায় দেশীয় খেলা উৎভাবিত করার লক্ষ্যে পাইলট প্রোগ্রাম হিসেবে দিনাজপুর জেলার ৩টি উপজেলার মধ্যে কাহারোল উপজেলায় শনিবার এই দেশীয় খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত।
উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে সারাদিন ব্যাপী দেশীয় খেলা অনুষ্ঠিত হয়। এই খেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে। খেলার মধ্যে ছিল হা-ডু-ডু, দাড়িয়া বাধা, হ্যান্ড বল, এক্কা-দক্কা প্রভৃতি। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ফয়সাল। এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল আলম প্রধান, সহকারী শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মাহবুবুর রহমান, সাধারন সম্পাদক মোঃ আবু সাঈদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষাকা বৃন্দ।