বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

কাহারোলে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

Khaharulসুকুমার রায়, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলায় বুধবার সারাদিন ব্যাপী উপজেলা অডিটোরিয়াম হলে বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত। উক্ত কর্মশালায় উপজেলার সকল মাধ্যমিক ও মাদ্রাসার প্রধান শিক্ষক, লাইব্রেরিয়ান ও সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন। পাঠাভ্যাস কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল এর সভাপতিত্বে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি সম্পর্কে ধারনা দেন প্রধান অতিথি ড. মোঃ মোজাম্মেল হোসেন চৌধুরী ( ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর, সেকায়েপ প্রকল্প। পাঠাভ্যাসে গড়ে তোলায় শিক্ষকবৃন্দের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন, শিক্ষকবৃন্দের ভূমিকার উপর আরও বক্তব্য রাখেন মোঃ আসাদুজ্জামান শিক্ষা অফিসার সেকায়েপ, কাহারোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোছাঃ আনজুমান আরা বেগম, স্বাগত বক্তব্যে সেকায়েপ প্রকল্প বিষয়ে উপস্থাপন করেন কাহারোল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল হক প্রধান এবং সেকায়েপ প্রকল্প ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির লক্ষ্য,  উদ্দেশ্য, কার্যক্রম ও বাস্তবায়ন অগ্রগতির উপর আলোচনা করেন প্রোগ্রাম কোর্ডিনেটর (বি,এস,কে)।

Spread the love