সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

কাহারোলে পুকুর থেকে গৃহবধুর লাশ উদ্ধার

সুকুমার রায়ঃ দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কিনকুচি পুকুর হতে মোছাঃ বিউটি (২৬) নামে গৃহবধুর লাশ উদ্ধার করে পুলিশ।

 

মৃত গৃহবধু উপজেলার ডাবোর ইউনিয়নের ডাবোর গ্রামের মোঃ ইউসুফ আলীর স্ত্রী ও দুই সন্তানের জননী।

 

রবিবার দুপুর ১টায় কাহারোল থানার পুলিশ একই গ্রামের কিনকুচি পুকুর নিহতের লাশ উদ্ধার করে।

 

 

মৃতের স্বামী ইউসুফ আলী জানান, শনিবার সকালে সকলের অজামেত্ম বাড়ী থেকে বেড়িয়ে যায়। সম্ভাব্য জায়গায় খোজ নিয়ে কোথাও পাওয়া যায়নি। রবিবার সকাল ১০টাঢ প্রতিবেশিরা পুকুরে বিউটির লাশ দেখতে পেয়ে বাড়িতে খবর দেয়।

 

কাহারোল থানায় ওসি পৃথ্বিশ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Spread the love