রবিবার ২৬ মার্চ ২০২৩ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

কাহারোলে পুনর্ভবা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন করছেন প্রভাবশালী মহল

কাহারোল প্রতিনিধি : দিনাজপুর জেলার কাহারোল উপজেলার পুনর্ভবা নদী হতে অবৈধভাবে পাম্প মেশিন দিয়ে বলেয়া ব্রীজের নিকট হতে বালু উত্তোলন করছেন প্রভাবশালী এক নেতা। উক্ত স্থান হতে বালু উত্তোলনের ফলে বলেয়া ব্রীজের সাইডের বাধ ভেঁঙ্গে যেতে পারে বলে এলাকাবাসী ধারনা করছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার খামার দীঘা গ্রামের মৃত আব্দুল কুদ্দুস এর পুত্র জয়নাল আবেদীন নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন করে তার নিজস্ব পুকুর ভরাট করছেন। পুনর্ভবা নদী হতে খনন করে মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে নদীর পূর্ব পাড়ের রক্ষাবাধ ভেঁঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এলাকাবাসী স্থানীয় ২নং রসূলপুর ইউপির সহকারী ভূমি কর্মকর্তা এনামুল হককে অভিযোগ দিলে তিনি ঘটনা স্থল পরিদর্শন করেন এবং জয়নাল আবেদীন-কে নদী হতে বালু উত্তোলন বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। কিন্তু জয়নাল আবেদীন আইনের প্রতি বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। এক দিকে যেমন অবৈধভাবে বালু উত্তোলনের ফলে রক্ষাবাধটি ভেঁঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেমন তেমনি সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছেন।

এই বিষয়ে জয়নাল আবেদীন-কে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে তিনি জানান আমি বালু উত্তোলনের জন্য সহকারী ভূমি কমিশনারের বরাবরে আবেদন পত্র দিয়েছি।

এই ব্যপারে সহকারী ভূমি কর্মকর্তা এনামুল হক-কে বালু উত্তোলনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে তিনি জানান আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি এবং সহকারী ভূমি কমিশনারকে বালু উত্তোলন বিষয়ে অবগত করেছি। এলাকাবাসীর দাবী অবিলম্বে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন।