কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোলে মুক্তিযোদ্ধা সংসদের ২ টি প্যানেলে নির্বাচনী প্রচারাভিযান এখন তুঙ্গে। দিনাজপুরের কাহারোল উপজেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনী দ্বিজেন্দ্র কুমার দেবনাথ ও পূরণ চন্দ্র রায় এর ২ টি পৃথক পৃথক প্যানেলে ১১ জন করে ২২ জন প্রার্থী বিভিন্ন পদে আসন্ন আগামী ৪ জুন/১৪ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। কাহারোল উপজেলায় মোট ৪৪ জন ভোটার রয়েছে। প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেওয়ার পর থেকেই সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিজের এবং প্যানেলের অবস্থান তুলে ধরে ভোট প্রার্থনা ও দোয়া কামনা করতে দেখা যাচ্ছে। অত্র উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে বীরমুক্তিযোদ্ধা দিজেন্দ্র কুমার দেবনাথ এর প্যানেলে কলস প্রতীক ও পূরণ চন্দ্র রায় এর প্যানেলে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছে। নির্বাচনে ২ টি প্যানেলের মধ্যে দ্বিজেন্দ্র কুমার দেবনাথ এর প্যানেলে কমান্ডার দ্বিজেন্দ্র কুমার দেবনাথ, ডেপুটি কমান্ডার মোঃ জামাল উদ্দীন, সহকারী ইউনিট কমান্ডার (সাংগঠনিক) বিমল চন্দ্র রায়, পুর্নবাসন ও সমাজ কল্যাণ শহীদ ও যুদ্ধাহত জলধী নাথ সিংহ, তথ্য ও প্রচার মোজাম্মেল হক, অর্থ আব্দুল মালেক, ক্রীড়া সাংস্কৃতি বাহারোন চন্দ্র দাস, দপ্তর ও পাঠাগার শশী ভূষণ রায়, ত্রাণ ও সমাজ কল্যাণ সুরত জামান, কার্যকরী সদস্য জগ মোহন রায়, কার্যকরী সদস্য সনু রাম রায়। অপর প্যানেল বীর মুক্তিযোদ্ধা পূরণ চন্দ্র রায় এর প্যানেলে কমান্ডার পূরন চন্দ্র রায়, ডেপুটি কমান্ডার আব্দুস সালাম, সাংগঠনিক শফিকুল ইসলাম, অর্থ প্রভাষ চন্দ্র, তথ্য ও প্রচার মোঃ নুরুল হুদা, ক্রীড়া ও সাংস্কৃতিক গোবিন্দ্র নাথ চন্দ্র শীল, দপ্তর ও পাঠাগার মোঃ মনিরম্নল ইসলাম, সমাজ কল্যাণ ও যুদ্ধাহত শ্রী সতিশ চন্দ্র রায়, ত্রাণ ও পূর্ণবাসন মোঃ আব্দুল রশিদ, কার্য্যকরী সদস্য শ্রী নরেন্দ্র নাথ রায়, কার্য্যকরী সদস্য শ্রী প্রকাশ চন্দ্র রায়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন কাহারোল উপজেলা বিআরডিবি হল রুমে আগামী ৪ জুন/১৪ সারাদেশের ন্যায় অত্র উপজেলায় একযোগে ভোট গণনা অনুষ্ঠিত হবে।
-
-
পঞ্চগড় জেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক এনামুল হক নির্বাচিত অক্টোবর ৬, ২০২২
-
বোদায় নৌকা ডুবে নিহত ৭ পরিবারকে উদীচীর আর্থিক সহায়তা প্রদান অক্টোবর ৬, ২০২২
-
বোদায় হারানো ফোন উদ্ধারে জনপ্রিয়তা বাড়ছে ’বিসিপিআরটিএ’ এর অক্টোবর ৬, ২০২২
-
বিয়ে-বাড়ির মাইক্রোবাস খাদে পড়ে নিহত ১, আহত ৫ অক্টোবর ৬, ২০২২
- শুক্র
- শনি
- রোব
- সোম
- মঙ্গল
- বুধ
- বৃহ