কাহারোল(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নের দক্ষিণমহেশপুর গ্রামে বিদ্যুতায়ন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দক্ষিণমহেশপুর গ্রামে বিদ্যুতায়ন বিষয়ক আলোচনা সভায় প্রভাষক বাবু রঞ্জন কুমার রায়- এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-০১ আসনের জাতীয় সংসদ সদস্য বাবু মনোরঞ্জন শীল গোপাল। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন গ্রামাঞ্চল বিদ্যুতায়ন হলে, শহর বিদ্যুতায়ন হবে। আওয়ামীলীগ সরকার আসার পর থেকেই দেশের প্রতিটি গ্রামেই বিদ্যুতের ছোঁয়া লেগেছে। বিগত বি,এন,পি জোট সরকারের আমলে বিদ্যুত নিয়ে শুধু নিজেদের স্বার্থ হাসিল করেছে। কিন্তু পল্লী গ্রামে কোন বিদ্যুত দিতে পারেন নাই। বিদ্যুতের টাকা শুধু তারা লুটতরাজ করেছে। আর আমাদের আওয়ামীলীগ সরকার আসার পর থেকেই সার, তেল, বীজ ও বিদ্যুত অতি সহজেই উপকারভোগীরা পাচ্ছে। তাই আপনাদের গ্রামটিও খুব তাড়াতাড়ি বিদ্যুতায়ন করা হবে। কারণ বিদ্যুত ছাড়া কোন উন্নয়ন করা সম্ভব নয়। কিছু দিনের মধ্যেই আপনাদের গ্রামে বিদ্যুতের ঘাটতি পূরণ করা হবে। ইহা ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহারোল থানা অফিসার ইনচার্জ পৃথ্বিশ কুমার সরকার, জেলা কৃষকলীগের সহ-সভাপতি বাবু গোপেশ চন্দ্র রায়, পল্লী বিদ্যুত সমিতির এলাকা পরিচালক আলহাজ্ব মোঃ মাজেদুর রহমান (খোকন), আওয়ামীলীগ নেতা ডাঃ রাজেন্দ্র দেবনাথ, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসন, উপজেলা ওলামা লীগের আহবায়ক মোঃ আবুল হাশেম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শেখর কুমার দাশ, ইউ,পি সদস্য মোঃ খোরশেদ আলম প্রমুখ। সভাটি পরিচালনা করেন আ’লীগ নেতা সঞ্জয় কুমার মিত্র।