কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলার ৩নং মুকুন্দপুর ইউনিয়নের পৌরিয়া পুলিয়া পাড়া গ্রামের মোঃ দুলালের কন্যা মোছাঃ ফেরদৌসী খাতুন (১৩) বিদ্যুৎ সৃষ্টে মৃত্যু হয়। জানা যায়, গতকাল বুধবার আনুমানিক সকাল ৭ টায় শয়ন কক্ষের ইলেক্ট্রিসিটি বোর্ড সট সার্কিট হওয়ায় ফেরদোসী খাতুন বুঝতে না পাড়ায় বিদ্যুৎ সৃষ্ট হয়। ফেরদোসী ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। তার মৃত্যুতে এলাকার বাসীর শোকের ছায়া নেমে আসে।