
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ কৃষক বাঁচলে, দেশ বাচবে। কাহারোল উপজেলা খাদ্যগুদামে (এল.এস.ডি) সরকারী ভাবে অভ্যন্তরীন বোরো চাল সংগ্রহ অভিযান/১৬ শুরু হয়েছে। কাহারোল খাদ্য গুদামে ৮ আগষ্ট/১৬ সন্ধ্যা ৭টায় বোরো চাল সংগ্রহ অভিযানের ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাবু পরিমল কান্তি সরকার, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ মনসুর আলী সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষি বিদ মোঃ আব্দুল হান্নান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল, যুগ্ম সম্পাদক সঞ্জয় কুমার মিত্র, পল্লী বিদ্যুতের সমিতি-১ এর সাবেক এলাকা পরিচালক মোঃ মাজেদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আসিফ রেজা রুবেল প্রমুখ। কাহারোল উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশিকুর রহমান জানান, এ বছর উপজেলার ১৩৩টি মিলারের নিকট থেকে ৩২ টাকা কেজি দরে ১২শ ২৪ মেঃ টন চাল ক্রয় করা হবে। এবং এই চাল সংগ্রহ অভিযান ৩১ আগষ্ট পর্যন্ত চলবে।