রবিবার ২৬ মার্চ ২০২৩ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

কাহারোলে ব্রজেশ্বরী মহাশ্বশান ঘাটের নব-নির্মিত ভবনের ফলক উম্মোচন

SOSAN mpকাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ বর্তমান সরকার ধর্ম নিরপেক্ষ সরকার। এই সরকারের আমলে সকল ধর্মের মানুষের মূল্যায়ন হচ্ছে। মহাজোট সরকার ক্ষমতা গ্রহনের পর থেকে দেশের ধর্মীয় প্রতিষ্ঠান গুলো ব্যাপক হারে উন্নয়ন ঘটেছে। একটি মহল ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তাই ঐ সকল মহলের প্রতি আপনাদের সজাগ থাকতে হবে। উপরোক্ত কথাগুলো বলেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি। তিনি গতকাল শুক্রবার বিকাল ৫টার সময় দিনাজপুরের কাহারোল উপজেলার ৩নং মুকুন্দপুর ইউনিয়নের ব্রজেশ্বরী মহা শ্বশান ঘাট এর নব-নির্মিত ভবনের ফলক উম্মোচন শেষে কমিটি কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন। আলোচনা সভায় ৩নং মুকুন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু পুরন চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ৩নং মুকুন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম ফারুক শাহ, আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ ওসমান গনি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগের অন্যতম সদস্য মনছুর রহমান, আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শাহনেওয়াজ বাবু প্রমূখ।