
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোল উপজেলার হাতিশা গ্রামে হাই হ্যাচারী প্রশিক্ষণ কক্ষে মেসার্স হাই হ্যাচারী এন্ড ফিস ফার্মের আয়োজনে ৭ ডিসেম্বর হতে ৮ ডিসেম্বর/১৪ইং ২দিন ব্যাপী ক্ষুদ্র ও প্রান্তিক মহিলা মৎস্য চাষীদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। কর্মশালায় উপজেলার ৩৫ জন মহিলা মৎস্য চাষী অংশ গ্রহণ করেন। মহিলা মৎস্য চাষীদের মাঝে বিভিন্ন জাতের মাছ চাষ পদ্ধতির উপর প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল হান্নান।