কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোলের সোম কান্তনগর নামক স্থানে মিনিবাস ও ট্রাক সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন ।
উপজেলার সুন্দরপুর ইউনিয়নের দিনাজপুর-ঠাকুরগাঁ মহাসড়কের কান্তনগর মোড় নামক স্থানে দুপুর ১টায় দিনাজপুর হতে ছেড়ে আসা ট্রাক ও ঠাকুরগাঁ থেকে ছেড়ে আসা মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩০ জন বাসযাত্রী আহত হয়। খবর পেয়ে কাহারোল থানার পুলিশ তাৎক্ষণিক ভাবে দ্রুত পদক্ষেপ নিয়ে আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেছে। তবে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।
Please follow and like us: