
কাশী কুমার দাস, স্টাফ রির্পোটার : কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ফয়সাল বলেছেন আমাদের দেশে বর্তমানে নারীরা আগের তুলনায় অনেক দুর এগিয়েছে। দেশের উন্নয়নে নারীদের ভূমিকা জোরদার করতে নারীদের এগিয়ে আসতে হবে। তাহলেই আমাদের দেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব হবে। আমাদের আজ অঙ্গিকার করতে হবে যেন আমরা নারীদের সামনের দিকে এগিয়ে যেতে সকলে মিলে সহযোগিতা করব।
৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ডিয়াকোনিয়া-বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় এবং মানব কল্যাণ পরিষদ (এমকেপি)’র আয়োজনে র্যালী, আলোচনা সভা ও মেয়েদের সাইকেল র্যালীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ জুলেখা বেগম। স্বাগত বক্তব্য রাখেন এমকেপি দিনাজপুরের জেলা সম্বয়কারী মোঃ ইয়াসিন আলী