
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : কাহারোলে গলদা চিংড়ি চাষের লক্ষ্যে মৎস্য চাষী পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
দিনাজপুরের কাহারোল উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরে মঙ্গলবার সকাল ১০ টার সময় দিনাজপুর মৎস্য অধিদপ্তরের আয়োজনে ২০১৫-২০১৬ আর্থিক সালে মৎস্য অধিদপ্তরাধীন স্বাদু পানি চিংড়ি চাষ সম্প্রসারণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় গলদা চিংড়ি নার্সারী ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে মৎস্য চাষী পর্যায়ে গলদা চিংড়ি বিষয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করেন, দিনাজপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাসান ফেরদৌস, কাহারোল উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল হান্নান, বীরগঞ্জ মৎস্য কর্মকর্তা অসীম কুমার ঘোষ, বীরগঞ্জ মৎস্য খামার ব্যবস্থাপক মোঃ রিয়াজ উদ্দীন গলদা চিংড়ি চাষের উপর ভিত্তি করে মৎস্যচাষীদের প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণে দিনাজপুর জেলার বোচাগঞ্জ, বীরগঞ্জ, কাহারোল উপজেলার মৎস্যচাষীরা এতে অংশ গ্রহণ করে।