
সুকুমার রায়,কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোল উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের মুটুনী হাট হতে গড়নুরপুর নিগমানন্দ আশ্রম ঘাট পর্যত্ম ৯৪ লক্ষ টাকা ব্যয়ে প্রায় দেড় কিলো রাসত্মা পাকাকরনের ফলক উন্মোচন করে গত ৫ ডিসেম্বর/১৪ সন্ধ্যা ৭ টায় শুভ উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। ফলক উন্মোচন শেষে ঈশানপুর এস,সি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ইউপি আ’লীগের সভাপতি বাবু শুশিল কুমার রায়ের সভাপতিত্বে এক জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব আজিজুল ইমাম চৌধুরী, জেলা ওলামালীগের সভাপতি আকরাম আলী, ৬নং ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বাবুল ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ নেতা মনসুর রহমান, এলাকা পলস্নী সমিতি’র পরিচালক আলহাজ্ব মাজিদুর রহমান খোকন, সঞ্জয় কুমার মিত্র, ৫নং ইউপি আ’লীগ সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ছাবিবর রায়হান সুজন প্রমুখ। জনসভা শেষে এমপি মহোদয় ৪নং তাড়গাঁও ইউনিয়নের সিংগারী গাঁও আশ্রায়ন প্রকল্পে ৪৫টি, তারাপুর আদিবাসী পাড়ায় ২০টি ও ২নং রসুলপুর ইউনিয়নের তরলা আদিবাসী পাড়ায় ৩৪টি, হাসুয়া-রসুলপুর গ্রামে ২৫টি, তরলা ও কাঁঠালিয়া গ্রামে ৩১টি মোট ১৭৫টি পরিবারে মধ্যে দুঃস্থ ও শীতার্থদের মাঝে মাননীয় প্রধান মন্ত্রী কর্তৃক প্রদেয় শীত বস্ত্র বিতরণ করেন।