দিনাজপুর প্রতিনিধি : কাহারোলে রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেলের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে। এর ফলে সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব আদায় থেকে চরম ভাবে বঞ্চিত হচ্ছে।
দিনাজপুরের কাহারোল উপজেলা সদর সহ ৬ টি ইউনিয়নে দিন দিন রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেলের সংখ্যা পেয়ে থাকলেও প্রশাসনের পক্ষ থেকে রেজিষ্ট্রেশন বিহীন এসব মোটর সাইকেল গুলোর বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ গ্রহণের লক্ষ্য করা যায়নি। সরকার এই খাত থেকে লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাতে বসেছে প্রতিনিয়ত। এসব রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেল এর সংখ্যা দিন দিন আশংখা জনক হারে বৃদ্ধি পেয়ে থাকলেও এব্যাপারে দীর্ঘদিন থেকে মোটর সাইকেল ও মালিকের বিরুদ্ধে অভিযান পরিচালনা না হওয়ায় রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেল গুলো দিয়ে মাদকদ্রব্য বিক্রি সহ বিভিন্ন ধরনের অপরাধ কর্মকান্ড ঘটিয়ে থাকলেও প্রশাসনের কোন টনক নড়ে নি।