
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কাহারোল উপজেলার উদ্দ্যেগে গত বুধবার সারাদিন ব্যাপি সারদীয় দূর্গাপুজা পুনর্মলনী অনুষ্ঠান কেন্দ্রিয় মন্দির প্রাঙ্গনে অনুষ্টিত । উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু গোপেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , দিনাজপুরু ১ আসনের জাতীয় সংসদ সদস্য বাবু মনোরঞ্জন শীল গোপাল । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ, এস, পি(বীরগঞ্জ সার্কেল)বাবু অসিত কুমার ঘোষ , থানা অফিসার ইনর্চাজ পৃথ্বিশ কুমার সরকার , উপজেলা পুজা উদযাপন পরিষদের সম্পাদক বাবু রাজেন্দ্র দেবনাথ , বীরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বাবু গোপাল দেবশর্মা , বীরগঞ্জ কেন্দ্রিয় হরিমন্দির সভাপতি বাবু গিরিজানাথ দাস , কাহারোল পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুকুমার রায় ।ইহা ছাড়া উপজেলার ছয়টি ইউনিয়নের পুজা উদযাপন পরিষদের সভাপতি/ সম্পাদকগন বক্তব্য রাখেন । আলোচনা সভা শেষে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত ।