
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর জেলার কাহারোল উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে ২৫ অক্টোবর/১৫ রবিবার বিকালে কাহারোল থানা কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে শারদীয় পূজা পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাহারোল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী গোপেশ চন্দ্র রায়। বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মিজানুর রহমান, কাহারোল থানার ওসি তদন্ত হরিদাস মহন্ত, প্রভাষক উলফত আলী, পূজা উযাপন কমিটির সাধারন সম্পাদক রাজেন্দ্র দেবনাথ। আরও উপস্থিত ছিলেন, কাহারোল উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুকুমার রায়, যুগ্ম সম্পাদক সন্তোষ কুমার মিত্র, প্রভাষক হৃদয় কুমার রায়, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক মোঃ কামাল হোসেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন সহ পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।