
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলায় বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন কাহারোল এডিপি কর্তৃক আয়োজিত শিশুদের জন্মদিন/১৪ উদযাপিত হয়েছে। রোববার সকাল ১১ টায় কাহারোল উপজেলা ৩নং মুকুন্দপুর ইউনিয়নের রামপুর, ডহন্ডা, মুকুন্দপুর গ্রামের ৪ শত ৪৯ জন শিশুদের অংশ গ্রহণে জন্মদিন পালিত হয়। এসময় শিশুদের জন্মদিন অনুষ্ঠান উদ্বোধন করেন, মুকুন্দপুর শিশু ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রশিদুল ইসলাম, মুকুন্দপুর প্রজেক্ট ম্যানেজার মারিও তপন মন্ডল, কাস্টমার সার্ভিস অফিসার প্রদীপ হাসদা, কাস্টমার সার্ভিস অফিসার মেনকা রায় ও কাস্টমার রিলেশন সার্ভিস সহায়তাকারী ১০ জন সহ মুকুন্দপুর ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ আশরাফুল হক এবং মাতা অভিভাবকবৃন্দ। এসময় শিশুদের কেক কাঁটা সহ ৪ শত ৪৯ জন শিশুকে বেড সীট ও টিফিন বক্স বিতরণ করা হয়।