
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়) শীর্ষক কর্মসূচীর আওতায় দিনাজপুর জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসন কাহারোল এর যৌথ উদ্যেগে ২৩ ও ২৪ মার্চ ২০১৪ ইং কাহারোল উপজেলা পরিষদ চত্তরে ২ দিন ব্যাপী ‘শিশুদের জন্য হে বলুন, মেলা আয়োজন উপলক্ষে রবিবার বেলা ১১ টার সময় দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল মেলার উদ্বোধন ঘোষনা করেন। মেলা উপলক্ষে শিশুদের নিয়ে এক বণাঢ্য র্যালী উপজেলা চত্তর থেকে বের হয়ে কাহারোল সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্তরে শেষ হয়। র্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু সাঈদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, জেলা সিনিয়র তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ সামসুদ্দিন, থানা ইনচার্জ মোঃ মোসাবেবরুল হক্ ও কাহারোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোছাঃ আঞ্জুমান আরা বেগম। আলোচনা শেষে প্রধান অতিথি মেলায় স্টোল পরিদর্শন করেন।