
এফ রহমান বাবু, স্টাফ রিপোর্টার :- দিনাজপুরের কাহারোল উপজেলার শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দিরে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন এর আয়োজনে অন্নকূট মহোৎসব ২০১৪ অনুষ্ঠিত।
গতকাল কাহারোল উপজেলার শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দিরে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন এর আয়োজনে অন্নকূট মহোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্দিরবাসী নিতাই কৃষ্ণ দাস, চন্দ্র কেসত দাস অধিকারী, শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দিরের সভাপতি পরবেশর কৃষ্ণ দাস, বুলিয়া ডিগ্রী কলেজের প্রভাষক কৃষ্ণ চন্দ্র রায়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত কাহারোল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসিফ রেজা রুবেল, কাহারোল উপজেলা ছাত্রলীগের আহবায়ক শেখর রায়, যুগ্ম আহবায়ক সুজন প্রমুখ।
এর আগে দিনাজপুর ষ্টেশনস্থ প্রত্রালাপ অফিস কার্যালয়ে বীরগঞ্জ উপজেলা ৪ নং পাল্টাপুর ইউনিয়নের এক প্রতিবন্ধি ব্যক্তিকে আর্থিক অনুদানের ১৫ হাজার টাকার চেক প্রদান করেন সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল। পরে বীরগঞ্জ উপজেলার ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির সদস্যরা জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপালের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।