শুক্রবার ২ জুন ২০২৩ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

কাহারোলে সঠিক সময়ে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় আমন রোপন ব্যাহত।

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোলে সঠিক সময়ে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় আমন রোপন করতে না পেরে কৃষকরা চরম দুশ্চিমত্মার মধ্যে পড়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলায় চলতি আমন রোপন মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় বীজতলা নষ্ট হওয়ার উপক্রম হয়ে পড়েছে। ফলে কৃষকরা সঠিক সময়ে চলতি আমন রোপন মৌসুমে আমন ধান রোপন করতে না পাড়ায় হতাশাগ্রস্থ হয়ে পড়েছে অনেক সাধারন কৃষক। উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরেজমিনে ঘুরে দেখা গেছে, অনেক বীজতলায় আমন ধানের চারা বিনষ্ট হওয়ার উপক্রম ও জমিতে পর্যাপ্ত পানি জমে না থাকায় কৃষকরা সঠিক সময়ে আমন ধানের চারা রোপন করতে পারছে না। আষাঢ় মাস পেরিয়ে গিয়ে আজ ১ লা শ্রাবণ মাস শুরম্ন হলেও বৃষ্টির দেখা মিলছে না। এর ফলে কৃষকরা তাদের জমিতে ধানের চারা রোপন করতে বিলম্ব হওয়ায় অনেকেই দুশ্চিমত্মাগ্রস্থ হয়ে পড়েছে। আকাশে মেঘের লুকোচুরি খেলা দেখা গেলেও পর্যাপ্ত মৌসুমী বায়ুর মাধ্যমে বৃষ্টিপাত না হওয়ায় অনেক কৃষক তাদের চলতি মৌসুমের আমন ধানের চারা রোপন করতে পারছে না অনেক কৃষক ধৈর্য হারা হয়ে শ্যালো মেশিন দিয়ে আমন ধানের চারা রোপন করতে দেখা যাচ্ছে। সঠিক সময়ে আমন রোপন না গেলে আগামী আমন মৌসুমে কাঙ্কিত ফসল না হওয়ার সম্ভবনায় কৃষকরা আজ দিশাহারা হয়ে পড়েছে।