
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোল উপজেলায় সরিষার বাম্পার ফলন। এলাকার কৃষক আলু চাষ করে যদিও ক্ষতিগ্রস্থ হয়েছে। কিন্তু সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। কৃষি অফিস সূত্রে জানা যায় সরিষা চাষের লক্ষ্যমাত্রা ১০৩০ হেক্টর, কিন্তু অর্জিত হয়েছে ১২২০ হেক্টর। এই এলাকায় বাম্পার ফলনের সরিষার মধ্যে বারি-১৫,১৪, সম্পদ, টরি-৭ এর সবচেয়ে বেশি আবাদ করা হয়েছে। আরও জানা যায় বারি-১৫ একরে ২০-২৫ মন উৎপাদন হবে বলে কৃষি বিভাগ আশা করছেন।
Please follow and like us: