মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

কাহারোলে সর্পদংশনে এক গৃহবধুর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে সর্পদংশনে জাহানারা বেগম (৪৬) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

সে উপজেলার তারগাঁ ইউনিয়নের পাহাড়পুর গ্রামের আসির উদ্দীনের স্ত্রী।

গত শুক্রবার রাত আনুমানিক ১২টা সময় এ ঘটনা ঘটে।

নিহত জাহানারা বেগমের আসির উদ্দীন জানান, রাতে বাড়ির উঠানে ভুট্টার গাছের স্ত্তপে পলিথিন দিয়ে ঢাকানোর সময় ডান পায়ে বিষাক্ত সাপের দংশনে ঘটনা স্থলে তার মৃত্যু হয়।

কাহারোল থানার ওসি (প্রশাসন) পৃথ্বীশ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।