
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে ৫এপ্রিল/২০১৪ কাহারোল বাজার ফাজিল মাদ্রাসায় সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা ২০১৪ অনুষ্ঠিত। প্রতিযোগিতার বিষয় ছিল ভাষা ও সাহিত্য, বিজ্ঞান, গণিত ও কম্পিউটার বাংলাদেশ স্টাডিজ। উক্ত মেধা অন্বেষন প্রতিযোগিতায় উপজেলার ৩শত ছাত্র/ছাত্রী অংশ গ্রহন করেন। পরীক্ষা তিন গ্রুপে অনুষ্ঠিত হয়। জানা যায়, প্রত্যেক গ্রুপ থেকে ৪জন করে প্রতিযোগিকে বিজয়ী ঘোষনা করে জেলাতে অংশ গ্রহনের জন্য পাঠাতে হবে। মেধা অন্বেষন প্রতিযোগিতা ২০১৪ পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল হক প্রধান, সহকারী শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম, রামচন্দ্রপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহনেওয়াজ বাবু ও অন্যান্য শিক্ষক বৃন্দ।