
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলায় স্বাস্থ্য ও শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা-এর মনোনীত কলসাটিং ফার্ম দেশশ্রী উন্নয়ন সংস্থা এর সহযোগিতায় বৃহস্পতিবার সকাল ১০ টায় কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পারিপার্শ্বিক স্বাস্থ্য সংরক্ষণ, খাদ্য তৈরী ও পরিবেশন বিষয়ক স্বাস্থ্য সচেতনতা শীর্ষক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। উক্ত উদ্বুদ্ধকরন সভায় উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমানের সভাপতিত্বে পারিপাশ্বিক স্বাস্থ্য সংরক্ষণ, খাদ্য তৈরী ও পরিবেশন বিষয়ক স্বাস্থ্য সচেতনার উপর আলোচনা করেন মোঃ আসাদুল হক প্রাক্তন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার, কনসালটেন্ট দেশশ্রী উন্নয়ন সংস্থা ঢাকা, মোঃ সাইফুল ইসলাম সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সিভিল সার্জন অফিস দিনাজপুর, মোঃ আজাদ জেলা স্যানেটারী ইন্সপেক্টর দিনাজপুর ও মোঃ আজাহারুল ইসলাম কাহারোল উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর। উদ্বুদ্ধকরন সভায় অংশ গ্রহনকারীদের নিয়ে খাদ্য তৈরী ও পরিবেশন বিষয়ক স্বাস্থ্য সচেতনতার উপর এক মুক্ত আলোচনা করা হয়।