
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোলে হারিয়ে যাচ্ছে পল্লীর চিরচেনা রসালো ফল। পল্লীর গাঁয়ে চিরচেনা কৎবেল, ডাউয়া, করমচা, কামরাঙ্গা, চালতা, তেঁতুল, বিলেতি গাব, খেজুর, জামরুল, জাম, বেল, আমড়া, জলপাই, বাতামি লেবু, গোলাপ জাম, আতা, তাল, কাঁঠাল সহ বিভিন্ন প্রকারের অসংখ্য ফল হারিয়ে যেতে বসেছে। পল্লী গাঁয়ের ঝোপ-ঝাড় কেঁটে ফেলায় আগামী ১০ বছরের মধ্যে চিরচেনা এসব ফলের দেখা আর কোনদিনই মিলবে না বলে অনেকের আশংঙ্খা। ঝোপ-ঝাড়ের এসব ফলের চারা সাধারণত মানুষ পরিকল্পিত ভাবে রোপন করেন না। বাড়ির কোণে কিংবা ঝোপ-ঝাড়ের মধ্যে মাঠে অথবা ক্ষেতের আইলের কোথাও প্রকৃতির নিয়মে কিংবা পশুর পাখির বিষ্ঠায় বীজ বাহিত হয়ে এসব ফলের গাছ জন্মায়। পরবর্তীতে এসব গাছের ফলই আমাদের রসনার স্বাদ যোগায়। এলাকার বয়-বৃদ্ধরা জানান, আগেকার সময়ে বর্ষার মৌসুমে কিংবা অন্য যেকোন মৌসুমে গ্রামের জনপদে এসব ফলের প্রচুর দেখা মিললেও নির্বিচারে বৃক্ষ নিধনের ফলে এসব দেশীয় ফলের গাছ এখন আর তেমন চোখে পরে না। বাজারে এসব ফলের চাহিদা থাকা সত্বেও ফলের আবাদ কমে যাওয়ায় এখন আর সেভাবে এসব ফল সরবরাহ করা সম্ভব হয় না। ব্যবসায়ীরা জানান, চিরচেনা ডাউয়া, কৎবেল সহ দেশীয় ফল এখন আর আগের মত পাওয়া যায় না। ফলে দেশীয় এসব ফল খাওয়ার মজা হারিয়ে ফেলছেন অনেকে। যেমন- ডাউয়া একটি রসালো যুক্ত ফল। চিকিৎসকদের মতে জানা যায় এই ফলটিতে ভিটামিন সি সহ অন্যান্য ভিটামিনও প্রচুর পরিমাণে রহিয়াছে। কিন্তু ফলটি না পাওয়ার কারণে সেই দেশীয় ফলের ভিটামিন হতে অনেকে বঞ্চিত হচ্ছে।