
কাহারোল (দিনাপুর) প্রতিনিধিঃ কাহারোলে বৃহস্পতিবার বাংলাদেশ স্কাউট দিনাজপুর অঞ্চলের পরিচালনায় ও বাংলাদেশ স্কাউট কাহারোল উপজেলার ব্যবস্থাপনায় উপজেলার কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১ দিনের ১২২তম স্কাউটিং বিষয়ক কোর্স অনুষ্ঠিত। উক্ত কোর্স উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগের শ্রেষ্ঠ ও কাহারোল উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিক-উজ-জামান, কাহারোল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল হক প্রধান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সেটেক্টর আব্দুর সবুর, কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এদিব খালেদা হানুম, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, উপজেলা কাপ লিডার আব্দুল মান্নান। কোর্সে ৮০ জন শিক্ষক/শিক্ষিকা অংশ গ্রহণ করেন।