কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোল উপজেলায় তারগাঁও ইউনিয়নে ৭নং ওয়ার্ডে ৩১নং পল্লী সমাজ পাহাড়পুর এলাকায় সবানতলী প্রাথমিক বিদ্যালয়ে গত ২৩ নভেম্বর/১৪, ৬২ জন পুরুষ-মহিলা, যুবক-যুবতীদের নিয়ে ১০দিন ব্যাপী ‘‘গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষণ’’ শুরু হয়। প্রশিক্ষণে লাইন, ফাইন, সম্মান প্রদর্শন প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন, ইউনিয়ন কমান্ডার মোঃ আজিজার রহমান, সাবেক ইউপি সদস্য, দলনেত্রী মোছাঃ খাইরুন নেছা, উপজেলা প্রশিক্ষিকা মোছাঃ সামসুন নেহার, উপজেলা আনসার কমান্ডার পরিমল চন্দ্র রায়। এছাড়া প্রশিক্ষক হিসেবে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মামুনর রহমান। তিনি অল্প জমিতে শাকসব্জি চাষ, কম্পোষ্ট সার উৎপাদন, অল্প সেচে আবাদ করে অর্থনৈতিক ও পারিবারিক উন্নয়ন প্রসঙ্গে আলোচনা করেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু ছাঈদ আকন্দ গরু মোটাতাজাকরন, গাভী ও হাঁস-মুরগী পালন, টিকাদান, রোগবালাই চিহ্নিতকরন ও রোগ দুরকরন সম্পর্কে আলোচনা করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান একই পুকুরে হাঁস ও মাছ চাষ প্রভৃতি নিয়ে বিসত্মারিত আলোচনা করেন। অন্যদিকে কাহারোল থানা তদন্ত কর্মকর্তা বাবু হরি দাস মহন্ত এলাকার আইন শৃঙ্খলা প্রভৃতি বিষয়ে বিভিন্ন আলোচনা করেন।এসময় উপস্থিত ছিলেন, কাহারোল রিপোটার্স ইউনিটের সভাপতি মোঃ রশিদুল ইসলাম টিপু ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর সংগঠক মোছাঃ মেরিনা আক্তার।