সুকুমার রায় কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলায় ৫ বছরে এর অঙ্গ প্রতিবন্ধী শিশু ধর্ষিত। ঘটনার বিবরণে জানা যায, মঙ্গলবার আনুমানিক ১ টার সময় কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মোঃ নজরুল ইসলামের কন্যা নুরি (০৫) প্রতিবন্ধী শিশু তার বাড়িতে অপর একটি শিশুর সাথে খেলতেছিল। বাড়িতে কেউ না থাকার কারনে সুযোগ বুঝে পার্শ্ববতী বাড়ির জামির উদ্দীনের কলেজ পড়ুয়া ছেলে মোঃ রাসেল (১৭) প্রতিবন্ধী মেয়েটিকে খেলার ছল করে অপর একটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষন করে, এরে মধ্যে শিশুটির মা তার নিজ বাড়িতে এসে তার শিশু কন্যাটিকে দেখতে না পেয়ে পার্শ্ববতী বাড়িতে গেলে ছেলেটিকে তার মেয়ের সাথে অপ্রীতিকর কার্যকলাপে লিপ্ত অবস্থায় দেখতে পায়। ছেলেটি শিশুটির মাকে দেখতে পেয়ে তৎক্ষনাত বাড়ি থেকে পালিয়ে যায়। পরে শিশুটির মা ও আত্মীয়-স্বজন কাহারোল থানায় শিশুটিকে নিয়ে আসেন। থানা পুলিশ ঘটনার বিবরন শুনে কাহারোল থানার অফিসার ইনচার্জ মোঃ মোসাবেরুল হকের নেতৃত্বে ও এস,আই মোঃ শহীদ, এ,এস,আই নরেন দেবনাথ এর সহযোগিতায় ধর্ষকের বাড়িতে অভিযান চালিয়ে ধর্ষক রাসেলকে গ্রেপ্তার করে। এই ব্যাপারে কাহারোল থানায় ২০০০ সালের শিশু ও নারী নির্যাতন দ্বন্দবিধি আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলা নং- ০৪, তাং- ১১/০৩/২০১৪ইং। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য প্রেরণ করা হয়।