বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

কাহারোল উপজেলার শ্রী নিগমানন্দ আশ্রমে দুধর্ষ চুরি

সুকুমার রায়, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলার গড়নুরপুর শ্রী নিগমানন্দ সারস্বত আশ্রমে দুধর্ষক চুরি সংঘঠিত হয়েছে। জানা যায়, গত ২৪ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ২ টার সময় কে বা কাহারা আশ্রমের স্কুলের জানালার শিক কেঁটে ভিতরে ঢুকে আশ্রমের মন্দিরের তালা ভেঙ্গে পূজার কাঁসা ও পিতলের আসবাবপত্র চুরি করে নিয়ে যায়। চুরি করে নিয়ে যাওয়ার সময় চোরেরা ঠাকুর নিগমানন্দ ও অন্যান্য ঠাকুরের ছবি তছনছ করে যেখানে সেখানে ফেলিয়ে যায়। চুরি করা মালামালের মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা। আশ্রমের চুরির ঘটনার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল, এ,এস,পি সার্কেল (বীরগঞ্জ) অসিত কুমার ঘোষ, কাহারোল থানা অফিসার ইনচার্জ পৃথ্বীশ কুমার সরকার, কাহারোল থানা তদন্ত কর্মকর্তা হরিদাস মহন্ত, এস,আই সোহেল ও এ,এস,আই নরেন দেবনাথ ঘটনাস্থল পরিদর্শন করেন। এব্যাপারে কাহারোল থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। ইতিপূর্বে ১০ মাস আগে ৫ ফেব্রম্নয়ারী ঐ আশ্রমে দুধর্ষক চুরি হয়েছিল। এলাকাবাসীর দাবী পর পর ২টি চুরি সংঘঠিত ঘটনাটি সঠিক ভাবে তদমত্ম করে দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবী জানান।

Spread the love