শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

কাহারোল উপজেলা শিক্ষা অফিসার বিভাগীয় শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিক-উজ-জামান রংপুর বিভাগের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। তার সঙ্গে কথা বললে তিনি জানান, তিনি শিক্ষা জীবনে স্নাতক ও সণাতকোত্তর রংপুর কারমাইকেল কলেজ হতে এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে এডুকেশন লিডারশীপ, প্ল্যানিং এবং ম্যানেজমেন্ট এর উপর এম,এড ডিগ্রী অর্জন করেন। ২০০৫ সালে তিনি উপজেলা শিক্ষা অফিসার পদে সরকারী চাকুরীতে যোগদান করেন। চাকুরীকালে নওগাঁ জেলার পরশা উপজেলা, নীলফামারী সদর ও হাতি বান্দা উপজেলায় চাকুরীকালে প্রাথমিক শিক্ষার বাস্তবায়নে অবদান রাখেন। বর্তমানে কাহারোল উপজেলায় কর্মরত আছেন। এই উপজেলায় কর্মরত অবস্থায় প্রাথমিক শিক্ষা, প্রি-প্রাইমারী, স্লিপ, অভিভাবকদের উদ্বুদ্ধ করন, মা সমাবেশ, উপকরণ বিতরণ, মিড-ডে-মিল চালু এবং বেশ কয়েকটি বিদ্যালয়কে আদর্শ বিদ্যালয়ে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। ইহা ছাড়া তিনি উপজেলায় প্রাথমিক শিক্ষার মানকে আরও উন্নয়ন করার লক্ষ্যে উপজেলার সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সচেতন ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। কাহারোল উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিক-উজ-জামান রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ায়, উপজেলা চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল ও উপজেলার সকল শিক্ষক কর্মচারীগণ তাকে অভিনন্দন জানান।

Spread the love