
দশরথ রায় বাবুল, ষ্টাফ রিপোর্টার ঃ দিনজপুরের কাহারোল জয়নন্দ ডিগ্রী কলেজের উদ্যোগে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে। জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারাদেশ ব্যাপী একযোগে সকল শিক্ষা প্রতিষ্ঠানে মানব বন্ধনের কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুরের কাহারোল জয়নন্দ ডিগ্রীকলেজের উদ্যোগে ১ ঘন্টা ব্যাপী এক বিশাল মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে। উক্ত মানব বন্ধন চলাকালে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রশিদ, সহকারী অধ্যাপক সুধীর চন্দ্র রায়, সহকারী অধ্যাপক নীল রতন সাহা (নিপু), প্রভাষক মোঃ আতিকুর রহমান, গোপী কৃষ্ণ রায়, আলতাফ হোসেন (মিঠু),প্রভাষিকা রমা রায়,রতœাশীল ও উপাধ্যক্ষ মোহন চন্দ্র রায় প্রমূখ।
বক্তাগন বলেন জননেন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন বাংলাদেশ একটি সম্ভাবনাময় উন্নয়ন শীল দেশে রূপান্তরিত হতে যাচ্ছে ঠিক সেই মুহুর্তে ধর্ম ব্যবসায়ী জামাত-শিবির জঙ্গী বাদ, সন্ত্রাস বাদ চালিয়ে দেশকে জঙ্গীবাদ রাষ্ট্রে কায়েম করতে চায়,দেশের অর্থনীতিকে ধ্বংশ করতে চায়। তারা ইসলামের অপব্যাখ্যা দিয়ে এদেশের যুব সমাজকে জঙ্গীবাদে রূপান্তরিত করে তাদের মূল্যবান জীবনকে ধ্বংশ করছে। তাই এই জঙ্গীবাদ ও সন্ত্রাসীবাদ সৃষ্টিকারী ধর্ম ব্যবসায়ীদের বীজ সমূলে উৎপাটন করতে হবে। জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ নির্মূলে গণসচেতনতার কোন বিকল্প নেই।