
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ ২০১৫ সালে নেপালে ভয়াবহ ভূমিকম্পের প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর প্রতিশ্র“ত বিধ্বস্ত নেপালের সহায়তা হিসেবে দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পরিচালনায় দিনাজপুর জেলার কাহারোল থেকে চাল পাঠানো শুরু হয়েছে। ২৫ জুলাই/১৬ সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা সরকারী খাদ্য গুদাম থেকে চাল পাঠানোর কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনর রশিদ চৌধুরী। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিমল কান্তি সরকার, উপজেলা খাদ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশিকুর রহমান , উপজেলা আ’লীগ সভাপতি এ.কে.এম ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আসিফ রেজা রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোঃ আশিকুর রহমান জানান, চলতি ২০১৫-১৬ অর্থ বছরে সংগৃহীত আমন চাল কাহারোল খাদ্যগুদাম থেকে ৫ শত মেঃ টন চাল নেপালে পাঠানো শুরু হয়েছে ।