
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোল থেকে সেতাবগঞ্জ যাওয়ার পাকা সড়কটি পথচারীদের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলা সদর থেকে সেতাবগঞ্জ যাওয়ার পাকা সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার বা মেরামত না করার ফলে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় পথচারী ও যানবাহন চলাচল করছে জীবনের ঝুকি নিয়ে। দেখা গেছে, পাকা সড়কটি উপজেলা সদর সংলগ্ন ঊষা সিনেমা হল এর সামনে বড় গর্ত হয়ে পানি জমে থাকায় পথচারীদের চলাচলের বিঘ্ন সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। সংশিস্নষ্ট কর্তৃপক্ষ জোরাজীর্ণ পাকা সড়কটি দেখেও না দেখার ভান করছেন। পাকা সড়কটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন ও পথচারী চলাচল করলেও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে অদ্যবদি সড়কটি সংস্কার বা মেরামতের কোন উদ্দ্যোগ লক্ষ্যে করা যাচ্ছে না। প্রতি বর্ষা মৌসুমে অত্র পাকা সড়কটির গর্তে পানি জমে থাকায় জনসাধারণ ও ভারী কোন যানবাহন চলাচল করতে পারছে না। পাকা সড়কটির দু-ধারে মাটি দেবে বা ভেঙ্গে যাওয়ায় সড়কটি দিয়ে আজ ঝুকিপূর্ণ অবস্থায় চলাচল করছে সাধারণ মানুষজন। তাই সড়কটি সংস্কারের এব্যাপারে সরকারের উচ্চ মহলে জরম্নরী হস্তক্ষেপ কামনা করছেন কাহারোলের সচেতন মহল।