সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

কিছু লোককে জেলে দিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না

দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘সরকার যে খেলায় মেতেছে, সে খেলা খুব ভালো নয়। কেউ যদি মনে করে কিছু লোককে জেলে দিয়ে সমস্যার সমাধান হয়ে যাবে, এটা ভুল। কিছু লোককে জেলে দিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না।’

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে এর আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘মিথ্যা মামলা’য় তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে। একইভাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দেওয়া হতে পারে। খালেদা-তারেককে সাজা দিয়ে সমস্যার সমাধান হবে না। ‘গণতন্ত্রের পথে’ ফিরে আসুন।

খালেদা-তারেককে সাজা দিয়ে সরকার নিস্তার পাবে না মন্তব্য করে প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘ক্ষমতা হারালে আপনিও ৩০২ ধারার মামলার আসামি হতে পারেন। সুতরাং গণতন্ত্রের পথে আসুন। আপনিও বাঁচেন, দেশকেও বাঁচান।’

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কৃষক দলের সহসভাপতি এম এ তাহের, নাজিম উদ্দিন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক তকদির হোসেন জসিম, ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।