মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

কিন্তু জঙ্গিবাদ তো দেখা দিল-এমাজউদ্দিন আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ বলেছেন, ‘দেশে জাতীয় ঐক্যের ডাক দেওয়া  সরকারের পক্ষ থেকে প্রত্যাশিত ছিল। কিন্তু তারা পারেনি। পারেনি এই জন্য বলছি যে, বরাবর তারা অস্বীকার করেছে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই। কিন্তু জঙ্গিবাদ তো দেখা দিল।

শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘সন্ত্রাস প্রতিরোধে জাতীয় ঐক্য, গণতন্ত্র ও আইনের শাসন’- শীর্ষক এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারই তো উচিত ছিল জাতীয়পর্যায়ে একমত হওয়ার জন্য সবাইকে একত্রিত করা সহমত প্রতিষ্ঠা করার জন্য। ব্যর্থ হয়েছেন তিনি। এই ব্যর্থতাকে মূলধন করে তাকে সরে যাওয়া ন্যায়ের পথ। ক্ষমতায় থাকা উচিত না”।

এমাজউদ্দিন আহমেদ বলেন, ‘দেশ থেকে অনেক কিছু হারিয়েছি। গণতান্ত্রিক ব্যবস্থা উপড়ে ফেলা হয়েছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে নিঃশেষ  করা হয়েছে, আইনের শাসন তো বাংলাদেশে কল্পনার ব্যাপার। কোনো এককালে হয়তো ছিল। এখন আর নেই। ব্যক্তি অধিকার নিশ্চিহ্ন হয়েছে। যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর অবস্থা ও নিরপত্তাহীনতার মধ্যে চলছি।’

বিএনপির জাতীয় ঐক্যের ডাকে ক্ষমতাসীনদের জামায়াত ছাড়ার শর্তের প্রসঙ্গে তিনি বলেন, ‘জামায়াত নিয়ে কোনো কোনো মহল থেকে বাধা আসতে পারে। তবে দলটির অধিকাংশ নেতা-কর্মী ’৭১ সালে মুক্তিযুদ্ধের পরে জন্মগ্রহণ করেছে। তারা যদি জাতির কাছে তাদের পূর্বসূরিদের জন্য ক্ষমা চায় এবং মুক্তিযুদ্ধকে স্বীকার করে, তাহলে আপত্তির কিছু থাকে না।’

ড্যাবের সভাপতি ডা. এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ড্যাবের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়া প্রমুখ।