
সিরিয়ার সীমান্তবর্তী কুবানি শহরে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র নতুন হামলা প্রতিহত করেছে কুর্দি যোদ্ধারা। সিরিয়ার কুর্দি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
কুর্দি কর্মকর্তা ও লন্ডনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য অনুসারে, শনিবার শেষ বেলায় আইএসআইএল সন্ত্রাসীরা কুবানি শহরের তুরস্ক সীমান্তবর্তী একটি চেকপোস্ট দখলের চেষ্টা চালায়। কিন্তু কুর্দি যোদ্ধাদের প্রতিরোধের মুখে সন্ত্রাসীদের সে চেষ্টা ব্যর্থ হয়।
ইদ্র্রিস নাসান নামে এক কুর্দি কর্মকর্তা জানান, সীমান্ত চেকপোস্টটি দখলের জন্য আইএসআইএল সন্ত্রাসীরা শনিবার ওই এলাকায় মর্টারের গোলা বর্ষণ করেছে। এ ব্যর্থতার পর তারা চেকপোস্ট দখলের জন্য মরিয়া হয়ে উঠবে এবং বার বার হামলা চালাবে বলে তিনি উল্লেখ করেন।
সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে আইএসআইএল’র হামলার মুখে পড়ে কুবানি শহর। এ সময়ের মধ্যে কুবানি শহরের আশপাশের বেশ কয়েকটি গ্রাম দখল করেছে সমন্ত্রাসীরা। তবে চূড়ান্তভাবে শহরটি দখল করতে পারে নি তারা।