শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

কুড়িগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপারের লাশ দিনাজপুরের বীরগঞ্জে দাফন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ ঢাকায় হৃদরোগে আক্রামত্ম হয়ে মৃত কুড়িগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপারকে নিজ গ্রাম দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার তুলসীপুর গ্রামে দাফন সম্পন্ন করা হয়েছে।

উপজেলার মোহনপুর ইউনিয়নের তুলশীপুর গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সচিব মোঃ তহিদ উদ্দিনের পুত্র কুড়িগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মঞ্জুরম্নজ্জামান মিজু (৪২) প্রশিক্ষণের কারণে ঢাকায় অবস্থান করেন।  গত শুক্রবার রাত ৮টায় শারীরিক অসুস্থতা বোধ কররল তাৎক্ষনিক তাকে ঢাকা ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টায় মৃত্যর কোলে ঢলে পড়েন। গত শনিবার দুপুরে র‌্যাবের একটি হেলিকাপ্টার যোগে দিনাজপুরের বীরগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মৃতের লাশ পরিবারের কাছে হসত্মামত্মর করা হয়। পরে এ্যামবুলেন্সে যোগে তার মরদেহ গ্রামের বাড়ী তুলশীপরে নিয়ে যাওয়া হয়। বেলা ৩ টায় তুলশীপুর মাদ্রাসা মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই কন্যাসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।