পুরনো কুয়ো পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে মৃত্যু হল তিন শ্রমিকের৷ আজ শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনা উস্তি থানা এলাকার রাজারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। মৃতদের পরিচয় দুপুর পর্যন্ত পাওয়া যায় নি বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে। তারা দেউলা স্টেশনে বাড়ি ভাড়া করে থাকতেন। সকালে একটি পুরনো কুয়ো পরিষ্কারকরার জন্য তিন শ্রমিক কাজ শুরু করেন৷ তিনজন কুয়োটি পরিষ্কার করার জন্য একসঙ্গে নিচে নামেন৷ কিন্তু দীর্ঘক্ষণ কুয়ো থেকে বেরিয়ে না আসায় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়৷ খবর দেয়া হয় উস্তি থানার পুলিশকেও৷ মৃত শ্রমিকদের উদ্ধার করার জন্য তৎপরতাও শুরু হয়৷ তিন জনকে উদ্ধার করার জন্য দমকলকে খবর পাঠানো হয়েছে৷ ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ অভিযোগ, কুয়োটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল৷